আন্তর্জাতিক ডেস্ক:
রোববার বিকেলে কাতারে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য ইসরাইল ও হামাসের মধ্যে নতুন আলোচনা শুরু হবে। তবে এটা সোমবার পর্যন্তও গড়াতে পারে। মিশরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি একথা জানিয়েছে।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান গাজা যুদ্ধের বিরতি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তিন-পর্যায়ের চুক্তিটি প্রথমে ৩৫০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে ৩৫ জন ইসরাইলি বন্দীকে ফিরিয়ে দেয়ার প্রস্তাব দেয় এবং পরে গাজা থেকে ইসরাইলের প্রত্যাহার এবং অবরোধ তুলে নেয়ার আহ্বান জানায়।
যদিও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চুক্তিটিকে ‘ভ্রান্তিমূলক’ বলে নিন্দা করেছেন, তিনি এখনো আলোচনায় অংশ নিতে মোসাদের গুপ্তচর প্রধানের সাথে যোগ দিয়ে একটি উচ্চ-স্তরের ইসরাইলি প্রতিনিধি দল পাঠাচ্ছেন।
এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় ৩১ হাজার ৫৫৩ জন নিহত হয়েছেন যা প্রতি ৭৩ জন বাসিন্দার মধ্যে একজনকে প্রতিনিধিত্ব করে। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।
সময় জার্নাল/এল আর