নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ এবং দশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় নিন্দা জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব। একইসঙ্গে শর্তহীন এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা না হলে এ ঘটনার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীর ইতিবাচক সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি৷
এক বিবৃতিতে ক্লাবের সকল সদস্যের পক্ষে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সভাপতি নজরুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
এদিকে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ক্যাম্পাসে কর্মরত ছাত্র সাংবাদিকদের বিরুতে যে সিন্ধান্ত নিয়েছে তা গণমাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরণের উদ্যোগ কোনভাবেই কাম্য নয়। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরণের উদ্যোগ নিয়ে তাদের অনিয়ম-অপকর্মকেই আড়াল করতে চাইছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র সাংবাদিকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাংবাদিক সমিতির কার্যক্রম চালু এবং যারা এই ধরণের উদ্যোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। একই সাথে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সকল সংবাদ বর্জনের ঘোষণা দেন তারা। এ ঘটনার প্রেক্ষিতে যে কোন ধরণের আন্দোলন-কর্মসূচিতে একাত্মতা ঘোনার কথাও জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও রেজিস্ট্রার (ইনচার্জ) মো. আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকতা পেশায় যুক্ত দশ শিক্ষার্থীকে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চলছে নানা সমালোচনা। এ ঘটনা নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষ সাংবাদিক নেতারা৷
এমআই