রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে গত ১৩ মার্চ । তবে প্রকাশিত ফলাফলে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলেছেন এই ইউনিটের ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী । তবে এসব দাবি ভিত্তিহীন বলে জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং চীফ কো- অর্ডিনেটর অধ্যাপক ড. এস এম এক্রাম উল্লাহ।
সোমবার( ১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ে ডিন কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৩-০৩-২০২৪ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট এ এর ২০২০-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফলে কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি নেই। একটি শক্তিশালী বিশেষজ্ঞ টিম কর্তৃক প্রস্তুতকৃত ফলাফল যথানিয়মে যথাযথভাবে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাফল নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন।
গত শনিবার( ১৬ মার্চ) অর্ধশতাধিক শিক্ষার্থ অভিযোগপত্র জমা দিতে এসেছিলেন শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে অভিযোগ প্রদানকারী ৫ জন ছাত্রের উত্তরপত্র মিলিয়ে দেখছিলেন। উত্তরপত্রের সাথে প্রকাশিত রেজাল্টের কোন অমিল নেয়।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাছের মোহাম্মদ ওয়াহিদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড.মো. বেলাল হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
এমআই