মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ইবির মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
ইবির মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা ও কর্মচারী হিসেবে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে গঠিত ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ইবি শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ মঞ্জুকে আহবায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামান মাখনকে সদস্য-সচিব করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় ক্যাম্পাসস্থ মমতাজ ভবনে গোলাম মাহফুজ মঞ্জুর সভাপতিত্বে এ সম্পর্কে অনুষ্ঠিত আলোচনা সভায় এই নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল, রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামীমা আক্তার জিঞ্জির, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার জহির উদ্দিন, পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার জামির হোসেন, কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার ইসরাত জাহান লাবনী, লোক প্রশাসন বিভাগের সহকারী রেজিস্ট্রার রোকসানা আক্তার এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল