নিজস্ব প্রতিনিধি:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি ডাউন রাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আজ। বুধবার (২০ মার্চ) সকালে কাওরান বাজারের এফডিসি অংশের এই ডাউন র্যাম্পটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই র্যাম্প উন্মুক্ত করবেন।
মঙ্গলবার (১৯ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।
১৯.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত বিস্তৃত হবে।
দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ওঠানামার জন্য মোট ৩১টি র্যাম্প নির্মাণ করা হবে। যার মোট দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। এই র্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার।
এর আগে, গত বছর ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করেন। এর পরের দিন ভোর থেকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।
সময় জার্নাল/এলআর