মো: মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন "বাঁধন" এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ শে মার্চ) বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রায় দেড় শতাধিক সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন খুবির "বাঁধন" এর বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা গনিত ডিসিপ্লিনের ০৪ ব্যাচের শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল মামুন। "বাঁধন" খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাবেক সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলী, বর্তমান কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দরা রক্তদান,রক্তসংগ্রহ, ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা করেন।
সভাপতি মো: ইমরান হোসেন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যদের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের ইফতার ও দোয়া মাহফিলে সবার উপস্তিতির সমন্বয়ে একটি প্রানবন্ত পরিবেশ তৈরি হয়েছে। আশা করি আজকে সকলের উপস্থিতি অনুজদের মধ্যে কাজ করার অনুপ্রেরনা হিসেবে কাজ করবে।
এমআই