মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : আগামী এক বছরের জন্য জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকিতে অবস্থিত শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।
জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সম্পাদক ছাড়াও ২ সহ-সভাপতি ও ২ যুগ্ম-সম্পাদক এবং ৪ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
গত (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের। এক বছরের জন্য অনুমোদন দেয়া শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের এ কমিটিতে খন্দকার ইজাজ আহমেদ ফারদিনকে সভাপতি, শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া ২ সহ-সভাপতি হলেন- হাসান খন্দকার, রবিউল হোসেন রাকিব। যুগ্ম-সম্পাদক পদে ২ জন হলেন- শামীম আহম্মেদ ভূঁইয়া উচ্ছ্বাস, সাকিবুল ইসলাম সাকিব। চার সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মেজবাহ উদ্দিন,সিদ্দিকুর রহমান পলক, রিয়াদ হাসান, আব্দুল্লাহ সাদিক।
উল্লেখ, ২০২২ সালে নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরে এটাই প্রথম ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এমআই