বাকৃবি প্রতিনিধি
যথাযথ মর্যাদা এবং ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৫ র্মাচ) সকাল সাড়ে ৯টায় বাকৃবি ক্যাম্পাসে অবস্থিত বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করনে উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদষ্টো প্রফসের ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফসের ড. মো. রফিকুল ইসলাম সরদার। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফসের ড. মো. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় ছাত্র বিষয়ক উপদষ্টো ও প্রক্টর কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, মহিলা সংঘ, বাংলাদেশ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সাংবাদিক সমিতি, কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপার্চায প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ২৫ মার্চ হটাৎ করে আসে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পরই ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা পৈশাচিক হত্যাকান্ড চালিয়েছে।পৃথিবীর কোন ভাষা দিয়েই এর নিন্দা জানানো সম্ভব নয়। অথচ আমরা এখন র্অথনতৈকি ভাবে তাদের থেকে অনেক এগিয়ে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামি ২০৪১ সালরে মধ্যে স্নার্ট বাংলাদেশ গড়তে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় উপাসনালয়গুলোতে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।
আরইউ