যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গাইবান্ধা জেলা এসোসিয়েশনের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৫ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমান। এসময় নব নিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ইফতারে অংশ নিয়ে পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি তাঁরা ক্যাম্পাসে চলমান এসোসিয়েশন এর কার্যক্রম কে গতিশীল করতে পরামর্শ ও মতামত প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম এসোসিয়েশন কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমান বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এতো অল্প সময়ের মধ্যে সুন্দর একটি অনুষ্ঠান তোমরা আয়োজন করতে পেরেছো। আমাদের জেলা এসোসিয়েশনের পরিসর অনেক ছোট, তাই আমাদের সবার সংঘবদ্ধ হয়ে থাকতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পুষ্ঠি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো: সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাফিউল হাসান, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল ওয়াহেদ, গণিত বিভাগের প্রভাষক মো: রায়হান প্রধান সহ গাইবান্ধা জেলার যবিপ্রবি শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
সময় জার্নাল/এলআর