যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তর্গত নার্সিং এন্ড হেলথ সাইন্স বিভাগ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ( ২৩ মার্চ ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন কে এম মাহফুজুর রহমান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে সবুজ বিশ্বাস। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো: নাঈম আশরাফী ও পলক হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ রহমান ইমন ও আফনান ফারিহা, সাংগঠনিক সম্পাদক প্রিতম মন্ডল ও সাইমা রিফাত শ্রাবণী।
পেট্রলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো: মোস্তফা শাহরিয়ার ও সাধারণ সম্পাদক পদে শাশ্বত বকসি আকাশ। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো: আজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো: রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে মো: রিয়াদ, সাজ্জাদুল হোসাইন ও পিয়াল ইসলাম।
নার্সিং এন্ড হেলথ সাইন্স বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: তানভীর হাসান ও সাধারণ সম্পাদক পদে কে এম সাজিদ হোসেন। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আতিক মাসুদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো: রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে পথিক হোসেন ও মো: নাঈমুর রহমান।
উল্লেখ্য, উক্ত কমিটিগুলো কে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করেছে যবিপ্রবি শাখা ছাত্রলীগ।
আরইউ