নিজস্ব প্রতিনিধি:
অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করবেন আজ।
এনিয়ে ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দেখা গেছে একেবারেই ভিন্ন চিত্র।
নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন ডাক্তারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রশাসনিক ভবনের নিচতলা, সিঁড়ি ও সামনের ফাঁকা জায়গায় তারা অবস্থান নিয়েছেন । কে কার আগে স্বাগত জানাবেন, এ নিয়ে রীতিমতো হুড়োহুড়ি এবং হইহুল্লোড় শুরু হয়েছে। এর ফলে তৈরি হয়েছে জটলা।
ক্যাম্পাসে সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শাহাবাগস্থ গেট ও প্রশাসনিক ভবনের সামনে কর্মীরা লাইন ধরে ফুল নিয়ে অপেক্ষা করছেন নতুন উপাচার্যকে অভ্যর্থনা জানাতে।
ঢাক-ঢোল বাজাচ্ছেন কর্মীদেরই কেউ কেউ। পুরো বিশ্ববিদ্যালয় রয়েছে উৎসবমুখর অবস্থায়। এতে সবচাইতে বেশী বিপাকে পড়েছে সেবা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনরা।
সেবা গ্রহীতাদের অভিযোগ কাজ বাদ দিয়ে সবাই গেছে নতুন ভিসিকে স্বাগত জানাতে। এতে দুর-দুরান্ত থেকে আসা রোগীরা পড়েছে বিপাকে।
সময় জার্নাল/এলআর