জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:
আজ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারায়ণগঞ্জ- মুন্সিগঞ্জ শিক্ষার্থী কল্যান পরিষদ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এসময় তারা দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। এছাড়াও ইসলামিক কুইজ আয়োজন ও পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে নতুন কমিটিকে গ্রহন এবং বিদায়ী কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ- মুন্সিগঞ্জ শিক্ষার্থী কল্যান পরিষদের সভাপতি মো: রিয়াজ হোসাইন বলেন,বসাওম যেমন ক্ষুধায় কাতর দুঃখী মানুষের প্রতি আমাদের মমত্ববোধ জাগিয়ে তুলে;তেমনি শিক্ষা দেয় ধৈর্য,একনিষ্ঠতা,ত্যাগ,সহমর্মিতা,ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির। তাই আমরা এসোসিয়েশন এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে ইফতার করেছি। একইসাথে ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক,ধর্মীয় চেতনার প্রসার ও পারষ্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আমাদের নিজ নিজ পরিবারের বাহিরে "নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ শিক্ষার্থী কল্যাণ পরিষদ" আরেকটি পরিবার।পরিবারের সবাই একত্রে ইফতার করলে যেভাবে দোয়া মোনাজাত করতাম,খাবার ও আনন্দ ভাগাভাগি করতাম।এখানেও আমরা মূলত সেই চেতনাকেই লালন করি।সবশেষে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ব্যাক্তিগত আত্মশুদ্ধি ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হতে এসোসিয়েশনের সকল সদস্যকে আহ্বান করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, সংগঠনটির মূল উদ্দেশ্য হল অত্র এলাকার ছাত্রছাত্রীদের মেলবন্ধনের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করা। সব সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় একটি আনন্দঘন পরিবেশে ইফতার এবং দুস্থ ব্যাক্তিদের সহায়তা এবং পূর্বের সদস্যদের বিদায় দিতে পেরেছি । এইজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এমআই