নিজস্ব প্রতিনিধি:
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রযোজক ও সাংবাদিকদের সংগঠন ’এসোসিয়েশন অব নিউজ এ্যন্ড কারেন্ট এ্যাফেয়ার্স’ (এএনসিএ) এর আয়োজনে ইফতার মাহফিল ও বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার বাংলামোটরের একটি হোটেলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রযোজক ও সাংবাদিকেরা এখানে উপস্থিত ছিলেন।
এটিএন বাংলার প্রযোজক শাহান শাহ রাসেলের সঞ্চালনায় এবং সংগঠনটির আহবায়ক এশিয়ান টিভির প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলির সভাপতিত্বে অনুষ্ঠানে এসোসিয়েশন অব নিউজ এ্যন্ড কারেন্ট এ্যাফেয়ার্স (এএনসিএ) এর পরবর্তী কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিকস রিসার্চ (এনবিইআর) এর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও সংগঠনটির পরবর্তী প্রোগ্রামের ও ওয়েবসাইট তৈরির ঘোষণা দেয়া হয়।
এমআই