নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনে উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ছয়জন।
শুক্রবার (০৪ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।
মাইনুল হোসেন খান নিখিল ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্য পাঁচজন হলেনঃ দারুসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও ডা. আরিফ।
এছাড়া কুমিল্লা -৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন। সিলেট-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৭ জন।
ঢাকা-১৪ আসনে মনোনয়ন সংগ্রহকারী ফরিদুল হক হ্যাপি সাংবাদিকদের বলেন, ‘আগামী উপনির্বাচনে আমি ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি শিক্ষিত, শান্তিময়, সুশৃঙ্খল মিরপুর গড়তে চাই।’
ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা ৪ জুন (শুক্রবার) থেকে ১০ জুন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই উপ নির্বাচনের ভোটের দিনক্ষণ ঠিক করে নির্বাচন কমিশন।
সময় জার্নাল/এমআই