আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকদের করোনা টিকা নিতে উদ্ধুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্য এক আকর্ষণীয় অফার দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে মাত্র একটি টিকা নিলেই পাওয়া যাবে ট্রাক, স্কলারশিপ, নগদ অর্থ এমনকি শিকারের জন্য বন্দুকের মতো উপহার।
রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জুন থেকে এই লটারি সিস্টেম চালু হবে। অফার থাকবে ৪ আগস্ট পর্যন্ত। এই উদ্যোগে রাজ্যটি ১০ লাখ ডলারসহ বিভিন্ন ধরনের পুরস্কার রেখেছে। এছাড়া ১৬ লাখ ডলার এবং ৫ লাখ ৮০ হাজার ডলারের দুটি গ্রান্ড প্রাইজও রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে, টিকা নিলে যেসব পুরস্কার দেওয়া হবে তার মধ্যে রয়েছে-স্থানীয় পার্কে ২৫ দিন সপ্তাহান্তিক প্রবেশের টিকেট, জীবনের যে কোনো সময় পাঁচবার শিকার এবং মাছ ধরার লাইসেন্স, শিকারের জন্য পাঁচটি রাইফেল এবং পাঁচটি শর্টগান, রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে দুইটি সম্পূর্ণ চার বছরের স্কলারশিপ। রাজ্যটি ১২ থেকে ২৫ বয়সী টিকা গ্রহীতাদের জন্যও পুরস্কারের ব্যবস্থা রেখেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের গভর্নর জিম জাস্টিস বলেন, আমার কাছে এসব পুরস্কার গৌণ, আসল বিষয় হলো আমরা জীবন রক্ষার চেষ্টা করছি। বিশ্বের যে সব মানুষ টিকা নিচ্ছে না তাদের সমালোচনা করে জিম জাস্টিস বলেন, হাসপাতালের সকল সিট, সকল আইসিইউ ইউনিট যারা ভ্যাকসিন নেয়নি তাদের জন্য অপেক্ষা করছে। করোনাভাইরাসের সকল টিকা সম্পূর্ণ নিরাপদ এবং জীবন রক্ষাকারী বলেও মন্তব্য করেন তিনি।
সময় জার্নাল/এমআই