যবিপ্রবি প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মাদ্রাসার ছাত্রদের সাথে দোয়া মাহফিল, ইফতার ও রাতের খাবার বিতরণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসের নিকটস্থ কমলাপুর গ্রামে কমলাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৪০ জন ছাত্রের সাথে দোয়া মাহফিল ও ইফতার করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার শেষে তাঁদেরকে রাতের খাবারও বিতরণ করে যবিপ্রবি শাখা ছাত্রলীগ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় সহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্নার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের চেষ্টায় এ আয়োজন করা হয়েছে।এজন্য শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের অশেষ ধন্যবাদ জানাই। সামনে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, নিয়মতান্ত্রিক ভাবে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে জাতীয়তাকরণসহ জননেত্রী শেখ হাসিনার দেশের জন্য নানা অবদান তুলে ধরা হয়েছে কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে। যাতে করে তারা উদ্ভুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করতে পারে।ছাত্রলীগ সবসময় দেশের মানুষের কল্যাণে আছে ছিল সারাজীবন জননেত্রী শেখ হাসিনার আদেশ মতো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে।
সময় জার্নাল/এলআর