নিজস্ব প্রতিবেদক:
চলমান পরিস্থিতিতে বেশির ভাগ মানুষই বিপাকে আছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্তরা পরিবারের ব্যয়ভার বহন নিয়ে ভীষণ বিপাকে আছে। এ রকম পরিস্থিতিতে অসহায়-দরিদ্রদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজ।
খোঁজ নিলে দেখা যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ বছর হয়তো বহু মানুষের সাহরি-ইফতার জোগাতে কষ্ট হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়লেও মানুষের আয় বাড়েনি। রমজানের এই সময়ে অসহায় মানুষদের প্রয়োজন একটু সহযোগিতা। আর সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিক্স এর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
রমজানে চট্রগ্রামের বিভিন্ন এলাকায় অধ্যাপক পারভেজের দেয়া চাউল পৌঁছে যাচ্ছে গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ, পথ শিশুদের দোরগোড়ায়।
প্রতিদিন চট্রগ্রামের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে গরিব মানুষদের হাতে হাতে পৌঁছে দেয়া হচ্ছে প্রফেসর পারভেজের দেয়া উপহার। এই ধারাবাহিক চাউল বিতারণ কার্যক্রম চলবে পুরো রমজান মাস। গরীব দু:খী মানুষের মুখে খাবার তুলে দেওয়া অধ্যাপক পারভেজের লক্ষ্য।
উল্লেখ্য, এবছর রমজানের শুরু থেকে ঢাকা ও চট্টগ্রামে প্রতিনিয়ত অধ্যাপক পারভেজের উপহার ইফতার পৌঁছে যাচ্ছে বিভিন্ন এতিমখানা, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষের কাছে। এই ধারাবাহিক ইফতার বিতারণ কার্যক্রম চলবে পুরো রমজান মাস।
এমআই