মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে গেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন একই পরিবারের তিন সদস্য। বুধবার (৩ এপ্রিল) রাতে হিলির সিপি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- একই এলাকার ছোটনের শাশুড়ি মিনারা (৫৫) মোয়ে সাদিয়া আক্তার মিম (১৫) এবং ভাতিজা মোঃ আব্দুল্লাহ (৫)।
স্থানীয়রা জানান, রাতে ট্রাকটি মুরগির লিটার নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিপি রোড এলাকায় সড়কের একপাশে একটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশুসহ তিনজন আহত হলেও মৃত্যুর হাত থেকে রক্ষা পান।
পাশের ঘরে শুয়ে থাকা বাড়ির মালিক ছোটন হোসেন জানান, রাতে একটি কক্ষে আমি ও আমার স্ত্রী শুয়েছিলাম। পাশের ঘরে বৃদ্ধ শাশুড়ি, ১৫ বছরের মেয়ে আর ৫ বছরের ভাতিজা ঘুমিয়ে ছিল। রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে রাতে ঘুম ভেঙে যায় এবং কান্নার শব্দ ও চিৎকার শুনতে পাই। পরে দেখি মালামাল বোঝায় একটা ট্রাক উল্টে ঘড়ের উপরে পড়ে আছে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি ও মেয়ে টিনের নিচে চাপা পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ঘটনার পর থেকে ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও হাকিমপুর থানা পুলিশের ওসি দুলাল হোসন। ওসি দুলাল হোসেন বলেন, ট্রাকের চালকে আটকের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত প্রকৃয়া চলমান রয়েছে।
সময় জার্নাল/এলআর