সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। বুধবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা।
বিজ্ঞপ্তি সূত্রে, এবারের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০টাকা। আবেদকারীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিটটিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে সর্বমোট ৩২০টি আসন রয়েছে।
ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েটসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।
সময় জার্নাল/এলআর