মো: মিরাজুল ইসলাম, খুবি প্রতিনিধি:
খুলন বিশ্ববিদ্যালয়ের (খুবি) কলা ও মানবিক স্কুলের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহান কবির। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ৩ টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ২৮ (৫) ধারা মোতাবেক দুই বছর মেয়াদে দায়িত্ব পান তিনি। এই স্কুলের সদ্য বিদায়ী ডিন ও বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনছার এর স্থলাভিষিক্ত হন তিনি।
অধ্যাপক ড. মো. শাহজাহান কবির বর্তমানে কলা ও মানবিক স্কুলের অধীন ইংরেজি ডিসিপ্লিনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিনের দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব প্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান কবির বলেন, কলা ও মানবিক স্কুলের অধীনে ইংরেজি সহ আরো দুইটি ডিসিপ্লিন আছে। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে আমরা আজ প্রযুক্তির পেছনে ছুটছি। আর এই যান্ত্রিকতার যাতাকলে নিষ্পেষিত হয়ে মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে এবং আমরা একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি।
এই অবস্থায় কলা ও মানবিক স্কুলের প্রয়োজনীয়তা রয়েছে। অন্যান্য স্কুলের তুলনায় নতুন হওয়ায় এই স্কুলের অনেক প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা রয়ে গেছে। এই স্কুলকে সমৃদ্ধ করার জন্য আমি আমার সম্মানিত সহকর্মীদেরকে আহবান জানিয়েছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কলা ও মানবিক স্কুলের যে অবদান আমরা সেই অবদান রাখতে সচেষ্ট থাকবো।
সময় জার্নাল/এলআর