আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিতে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলল ইসরাইল। গাজায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সরবরাহ পৌঁছাতে তিনটি পথ খোলার ঘোষণা দিয়েছে ইসরাইল।তবে কখন এই মানবিক পথ খোলা হবে তা স্পষ্ট করে বলা হয়নি।
বৃহস্পতিবার (৪ মার্চ) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে।
ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা না দিতে পারলে গাজার ব্যাপারে নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উত্তর গাজার ইরেজ গেট সাময়িকভাবে পুনরায় খুলে দেওয়া হবে।এছাড়া আশদোদ বন্দর এবং জর্ডান থেকে আরও সাহায্য পাঠাতে কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে বর্ধিত সাহায্য মানবিক সংকট দূর করবে এবং যুদ্ধের ধারাবাহিকতা নিশ্চিত করতে ও লক্ষ্য অর্জনে যা গুরুত্বপূর্ণ।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ গাজায় সাহায্য প্রবাহ বাড়ানোর জন্য ইসরায়েলের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা, দ্রুত ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার আহ্বান করেছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন সতর্ক করে বলেন, গাজার ব্যাপারে মার্কিন নীতি নির্ধারণ করা হবে ইসরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপের ওপর।
তিনি আশা প্রকাশ করেন আগামী দিন গাজাজুড়ে গুরুতর প্রয়োজনে বেসামরিক লোকদের কাছে পৌঁছানোর জন্য মানবিক সহায়তার উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে।
সময় জার্নাল/এলআর