নিজস্ব প্রতিনিধি:
সময় জার্নাল ও বুনোট অ্যাপারেলস লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে অসহায়-দরিদ্রদের মাঝে পৌঁছে দেয়া হলো ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজে ঈদ উপহারসামগ্রী।
রবিবার (৭ এপ্রিল) ঢাকায় এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, এবছর রমজানের শুরু থেকে ঢাকা ও চট্টগ্রামে প্রতিনিয়ত অধ্যাপক পারভেজের উপহার ইফতার ও চাউল পৌঁছে যাচ্ছে বিভিন্ন এতিমখানা, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষের কাছে।
এছাড়াও, বছরজুড়েই দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ান অধ্যাপক পারভেজ। তারই ধারাবাহিকতায় আজকে এ ঈদ উপর বিতরণ করা হয়।
এমআই