মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। ৫ম বারের মতো এই ঈদ উপহার বিতরণ করা হয়।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩টায় বারইয়ারহাট পৌরসভার আল হেরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মিরসরাই উপজেলার অন্তর্গত বারইয়ারহাট পৌরসভা, ২নং হিঙ্গুলী ইউনিয়ন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন ও ৪ নং ধুম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর ৪২ জন প্রতিবন্ধী, বিধবা ও এতিম পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা উপহারগুলো ঘরে ঘরে পৌছে দেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন তিলাওয়াত করেন উত্তরণ সদস্য নাজমুল হোসেন।
উত্তরণ'র সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মোঃ মাসুম সোহান এর সঞ্চালনায়
অতিথু হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মিরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উত্তরণ'র উপদেষ্টা আল হেরা স্কুলের শিক্ষক ইসতিয়াজ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক আবু সাবের নিজামী ফাওয়াজ, দপ্তর সম্পাদক নুর সালমান লিমন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান জাবেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন, নির্বাহী সদস্য সাদ্দাম হোসেন আসিফ, নির্বাহী সদস্য জাবির উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তরণ'র সদস্য এমদাদ হোসেন হৃদয়, আব্দুল্লাহ আল মামুন, সাদমান নিজামী আবির, মোঃ আব্দুল আজিজ, তানভীর রশিদ, সাদ বিন সাইফুল, মোঃ এহসানুল হক, মোঃ মহিউদ্দিন, আল ইবন জিহান, মোঃ নাফিস উদ্দিন, মোঃ উসামা, রাকিবুল ইসলাম, আবরার নুর ফাতিন, সাজাদুল ইসলাম, আব্দুল্লাহ আল রাহী, মোঃ ফারদিন খন্দকার, মোঃ ইয়াসিন, তানজিম মাহতাব তানিম, এহসানুল হক জোবায়ের, ফখরুল ইসলাম ঈশান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে প্রতিবছরের বিভিন্ন কার্যক্রম এবং উত্তরণ'র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন উত্তরণ'র সভাপতি মোঃ আবু সাঈদ।
এমআই