শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল

রোববার, এপ্রিল ৭, ২০২৪
ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক:

ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

রোববার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন মাউরো ভিয়েরা। তিনি বলেন, ব্রাজিলের পক্ষ থেকে ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পেতে দৃঢ় সমর্থন ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে নতুন করে সদস্যপদ বাড়ানোর পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। নীতিগত এবং অবস্থান বিবেচনায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ। আমরা বাংলাদেশের সদস্যপদের বিষয়টি বিবেচনা করবো। ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল