মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুর ফিতর উপলক্ষ্যে দিনাজপুর পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে জনপ্রতি ১০
কেজি করে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার ১২টি ওয়ার্ডে সর্বমোট ৪৬২১টি কার্ডের বিপরিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই বিতরণ করা হয়।
রবিবার (৭ এপ্রিল ২০২৪) সকাল ১০টায় পৌরসভা কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চাল বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, ভিজিএফ চাল বিতরণ কমিটির আহবায়ক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল হানিফ দিলন।
এছাড়া অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা পারভীন মিনা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান।
ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান ও শহর সমাজসেবা অফিসার মোঃ মাঈনুল ইসলাম।
সময় জার্নাল/এলআর