মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর-কৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নুসরাত জাহান মিমের ৮ এপ্রিল ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নুসরাত জাহান মীম মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল কাদের, মাওলানা ইকবাল হোসাইন সালেহী, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ আনোয়ার হোসেন, মাস্টার খোকন, মাস্টার মোসলেম উদ্দিন, মাস্টার মোঃ হানিফ, ফরিদ মেম্বার, সুরুজ মেম্বারসহ মিয়াবাজারের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নুসরাত জাহান মীম মাদরাসা কমপ্লেক্সের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে স্কুলছাত্রী নুসরাত জাহান মীমের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ এপ্রিল আকস্মিকভাবে স্কুলছাত্রী নুসরাত জাহান মীমের মৃত্যু হয়। এরপর থেকে প্রতি বছরই তাঁর পিতা আলহাজ¦ মোঃ জামাল উদ্দিন মেয়ে নুসরাত জাহান মীমসহ প্রয়াত গ্রামবাসীর আত্মার মাগফেরাত কামনায় ৮ এপ্রিল মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন। এছাড়া গরীব ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
সময় জার্নাল/এলআর