দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ডাঃ পরিমল চন্দ্র দাস বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। গোপালগঞ্জ পৌর মহাশ্মাশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস পল্টু ও সাধারণ সম্পদক দুলাল চন্দ্র বিশ্বাস’সহ সংগঠনের অন্যান্য নেতারা।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
সময় জার্নাল/এলআর