বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

টানা ৬দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
টানা ৬দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

টানা ৬দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে আবারও শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম।

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ঘোষণা করে বন্দরের ব্যবসায়ী সংগঠন গুলো।

এদিকে আমাদানি কৃত পণ্য পরিবহনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক গুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিরতে শুরু করেছে।

বন্দরের বে-সরকাবি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করেছে এবং কাজে যোগ দিয়েছে। বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা ও ছাড় করণের কাজও শুরু হয়েছে।

দীর্ঘ ছুটির পর বন্দরের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের মাঝে কর্ম চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল