জেলা প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তারা সম্পর্কে আপন দু'ভাই। এ ঘটনায় গণপিটুনিতে আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে আনার আগে তাদের উদ্ধার করতে যেয়ে আহত হয়েছেন আরো অনেক পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। পুলিশের একাধিক সূত্র সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন দেয়ার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাণশ্রমিকদের গণপিটুনিতে আহত করে মুমূর্ষু অবস্থায় তাদের নির্মাণাধীন একটি স্কুল ভবনের কক্ষে হাত-পা বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়।
খবর পেয়ে সন্ধ্যার পরে প্রথমে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও হামলা করে ঘিরে রাখা হয়। এসময় ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছালে হামলাকারীরা রণমূর্তি ধারণ করে।
তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।
খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে ছুটে যান।
প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ অবস্থায় থাকার পর আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সেখানে রিপোর্ট লেখার সময়েও প্রবল উত্তেজনা বিরাজ করছে। গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন চার প্লাটুন বিজিবি চেয়ে পাঠিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চপল্লী গ্রামে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সকালে এখানে বিজিবি মোতায়েনের জন্য চার প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। মধুখালী ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হবে। কাউকে সাম্প্রদায়িক সম্প্রীত বিনষ্টের সুযোগ দেয়া হবে না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান এ ঘটনায় দু'জন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনকে আনা হয়। এর মধ্যে দুজন মারা গেছেন। নিহত একজনের নাম আশরাফুল। বাড়ি মধুখালীর নওপাড়া গ্রামে। এ ঘটনায় আহত আরো তিনজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
সময় জার্নাল/এলআর