সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আকতার হোসেন। শনিবার (২০ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ অনুযায়ী, বিভাগটির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইন শারীরিক জটিলতার কারণে ২০ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৬ মাসের মেডিকেল ছুটি নেওয়ায় তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক বিভাগের পরবর্তী সিনয়র শিক্ষক অধ্যাপক ড. আকতার হোসেনকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩ বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আমি সকলের সহযোগিতায় বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রথমেই আমি একাডেমিক বিষয়ে গুরুত্ব দিবো। এছাড়াও বিভাগের ফান্ড কালেকশন ও অবকাঠামোগত উন্নয়নেও কাজ করবো।
এমআই