গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও সবক উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সবক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মাদরাসায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তালতলী গ্রামের মোঃ জসিম উদ্দীনের মেয়ে নুসরাত জাহান জেরিনকে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের তৈরি নাকফুল পুরস্কার দেয়া হয়। পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করার জন্য পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়েছে।
মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি হাসিবুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উপদেষ্টা আশরাফুল আলম, মাওলানা মাহমুদুল হাসান, অভিভাবক জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, শাহজাহান কবীর, আশিকুর রহমান সবুজ, আবুল কাশেম, সজিব, সোহাগ, জাকারিয়া, শহিদ, আহসান উল্লাহ প্রমুখ।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন আলেমা ও জেনারেল শিক্ষক, শিক্ষকার সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে নিরলস পরিশ্রমে ছাত্রীদের মেধাবী করে তোলার জন্য আমাদেরকে চেষ্টা অব্যাহত থাকবে। আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত কে বিশেষ গুরুত্ব সহকারে পড়ানো হয়। সবশেষে তিনি মাদরাসায় ভর্তি করানো সহ অভিবাবকদের লেখাপড়ার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার বিষয়ে তাগিদ দেন।
আরইউ