মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম):
স্বপরিবারে গিয়েছিলেন বোনের বাড়িতে বেড়াতে, মধ্যরাতে একটি ফোন আসতেই হতভম্ব হয়ে উঠেন খতিজা বেগম। নিজের আপননীড় ধাও ধাও করে পুড়ছে এ খবর শুনে আসতে আসতেই ছাই হয় সাজানো বসতঘর। ততক্ষণে আর্তনাদ করা ছাড়া কিছুই করার নেই।
মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটে ঘটনা।
সোমবার (২২ এপ্রিল) মধ্যরাত ৩ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
খতিজা বেগমের ভাগিনা মেহেদী বলেন, গ্যাস সিলিন্ডার বিদ্যুৎ কোনো কিছু থেকেই আগুন লাগেনি। এটি একটি পরিকল্পিত অগ্নিকান্ড।
তিনি আরো বলেন, বাড়িতে কেউ না থাকায় এই সুযোগ কাজে লাগিয়েছে দুর্বিত্তরা।
৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মীর হোসেন বলেন, তারা কয়েক মাস আগে নতুন ঘরে উঠেছেন। গত রাতে অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় ৮-৯ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ বলেন, এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ জানানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজাম উদ্দিন চট্টগ্রাম শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সময় জার্নাল/এলআর