যবিপ্রবি প্রতিনিধি:
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে এবার মাঠ পর্যায়ের কর্মচারীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সকাল দশটার পর মাঠে কাজ না করানোর নির্দেশ দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বিরাজমান তাপ প্রবাহের (হিট ওয়েভ) কারণে যবিপ্রবির সকল কর্মকর্তা কর্মচারীদের সকাল দশটার পর অধীনস্থদের রৌদ্রের মধ্যে মাঠে কাজ না করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, তীব্র তাপদহের কারণে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস- পরীক্ষা বন্ধ এবং ২৯ ও ৩০ এপ্রিল ক্লাস অনলাইনে ও পরীক্ষাসমূহ স্ব-শরীরে নেওয়ার ঘোষণা দেয় যবিপ্রবি।
এমআই