স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের প্রথমভাগে না খেলে ডিপিএলে খেলার কথা জানিয়েছিলেন সাকিব। আজ ডিপিএলে খেলতে নেমেই বিধ্বংসী সেঞ্চুরি করেছেন সাকিব। মাত্র ৭৩ বলে ছুঁয়েছেন শতরানের মাইলফলক।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। শুরুতেই উইকেট হারায় শেখ জামাল। দলীয় ৬৩ রানে অধিনায়ক নুরুল হাসান সোহানের আউট হওয়ার পর ক্রিজে আসেন সাকিব। শুরু থেকেই মারমুখী ছিলেন সাকিব। ২১তম ওভারে হাঁকান দুইটি চার ও এক ছক্কা।
দ্রুত রান তুলেছেন সাকিব। ব্যক্তিগত ৪৩তম বলে মাসুম খানকে চার হাঁকিয়ে পেয়ে যান ফিফটির দেখা। ওই ওভারে তিনটি আার হাঁকান সাকিব। এরপর বোলারদের উপর আরো চড়াও হন সাকিব। হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। ইনিংসের ৩৯তম ওভারে মাত্র ৭৩ বলে সাকিব দেখা পান ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির।
এই সেঞ্চুরি দিয়ে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটিয়েছেন সাকিব। সংখ্যার হিসেবে ১৭৮১ দিন পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করলেন এই তারকা। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে অপরাজিত ১২৪ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে জিতিয়েছিলেন সাকিব। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৯টি সেঞ্চুরি থাকলেও এটাই সাকিবের ঘরোয়া ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি সাকিব। ইনিংসের ৪২তম ওভারে দলীয় ২২২ রানে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার। তার আগে৭৯ বলে নয়টি চার ও সাত ছক্কায় দুর্দান্ত ১০৭ রানের ইনিংস খেলেন সাকিব।
এমআই