এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
দীর্ঘ ২১ বছর পর বুধবার (১লা মে)স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত সম্মেলনে স্বাচিপ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বাচিপের কেন্দ্রিয় কমিটির সভাপতি ডা. মো: জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো: কামরুল হাসান মিলন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এমপি । তিনি রোগীদের সেবাদানে চিকিৎসকদের শতভাগ আন্তরিক হওয়ার আহবান জানান ।
ঐ দিনই (১লা মে) বিকেলে ফরিদপুর, রাজবাড়ী ও শরিয়তপুর তিন জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. গণপতি বিশ্বাস শুভ’র নাম ঘোষনা করা হয়। উক্ত সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক নাম থাকায় শরীয়তপুর ও রাজবাড়ীতে কমিটি গঠন সম্ভব হয়নি ।
এছাড়া উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্না হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ।
দীর্ঘ ২১ বছর পরে সদ্য অবসরপ্রাপ্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু আপ্রাণ চেষ্টায় উক্ত তিন জেলার সম্মেলন টির আয়োজন করা হয় বলে জানান একাধিক চিকিৎসকরা ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসকরা জানান, স্বাচিপের সম্মেলনে বিতর্কিত ও বহুল আলোচিত পর্দা ও যন্ত্রপাতি কেলেংকারী নিয়ে চাকরিচ্যুত ব্যক্তিদের নিয়ে স্বাচিপের ফরিদপুর জেলা শাখার কমিটি গঠন করায় বেশিরভাগ ডাক্তারদের মাঝে অসন্তোষ দেখা নিয়েছে । যা এখন আলোচনার তুঙ্গে ।
এমআই