শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার। শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মেহের নিগারকে শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে পাঁচ মে থেকে পরবর্তী দুই বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হল।'
এ বিষয়ে অধ্যাপক ড. মেহের নিগার বলেন, কর্তৃপক্ষ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে আমি সাদরে সেটি গ্রহণ করেছি। সকলের সহযোগিতার মাধ্যমে সততার সাথে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি সেটাই আমার প্রত্যাশা।
আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি জননেত্রী শেখ হাসিনার নামে হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায়। উনি আমার মায়ের মতো। তাঁর হলেই আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়।
সময় জার্নাল/এলআর