নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে পতাকা উত্তোলন, বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (৬ মে) শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ'র নেতৃত্বে বেলা ২২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পদযাত্রাটিতে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন অনুষদ,ইন্সটিটিউট ও হল কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা না করার দাবিতে সারা বিশ্বে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এ বিক্ষোভের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, যারা ধর্মের কথা বলে সে বিএনপি ফিলিস্তিন ইস্যুতে চুপ হয়ে আছে। তিনি আরো বলেন, তাদের পিতৃতুল্য আমেরিকা বর্বর ইসরায়েলিদের পাশে দাড়িয়েছে। তাই তাদের মন রক্ষা করতে মানবিকতাকে বিসর্জন দিয়েছে।
নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। এসময় তিনি নোবিপ্রবি প্রশাসনকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের বিনা খরচে পড়ার সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান।
আরইউ