সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
উপজেলা নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৭ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ইসলামী বিশ্ববিদ্যালয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন সময়ে জরুরী সেবাসমূহ চালু থাকবে। এছাড়া ছুটির দিনের সময়সূচী অনুযায়ী গাড়িসমূহ চলাচল করবে বলে জানিয়েছে পরিবহন অফিস।
এমআই