নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হচ্ছে অ্যানুয়াল ইউএস ট্রেড শো। এই ইভেন্টে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য এবং সেবা। মেলার প্রথম দিনেই রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে জনপ্রিয় আমেরিকান কোম্পানির কসমেটিকস এবং স্কিনকেয়ার ব্র্যান্ড নিওর সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বলে সংশ্লিষ্টরা মনে করেছেন।
নিওরের ব্র্যান্ড ম্যানেজার মোঃ মাফিউর রহমান সানজিদ বলেন, “গত তিন দশকের বেশি সময় ধরে বিশ্ব বাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে ব্র্যান্ড ‘নিওর’। এর কালার কসমেটিকস লাইন আপে আছে তিনটি লিপস্টিক সিরিজ – ‘নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক’, ‘রেড কার্পেট লিপ কালার’ ও ‘নিওর ভেলভেটিন ম্যাট লিপস্টিক’। আরও আছে ‘নিওর সুপার লং লাস্টিং আইলাইনার’, ‘নিওর রেট্রো গ্ল্যাম ১২ কালার আই শ্যাডো প্যালেট’ এবং নিওর লংওয়্যার জেল, গ্লিটার, ক্ল্যাসিক নেল পলিশ সহ আরও অনেক কিছু।” আপকামিং প্রোডাক্ট হিসেবে মেলায় আরও টেস্ট করতে পারবেন মেকআপ ব্রাশ সেট এবং কাজল। মেলায় আগত দর্শনার্থীদের জন্য কালার কসমেটিকস এবং স্কিনকেয়ার পণ্যে আছে আকর্ষণীয় ২৫% মূল্যছাড়।
যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত প্রোডাক্টগুলোকে আপডেট করছে নিওর। তাই এই ব্র্যান্ডকে ঘিরে বিভিন্ন বয়স ও পেশার নারীদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, বিখ্যাত সেলিব্রেটি, ইনফ্লুয়েন্সার ও বিউটিশিয়ানরাও এই ব্র্যান্ড নিয়ে দারুণ উৎসাহী। উল্লেখ্য, এই শোতে ঢাকা দূতাবাসের বিভিন্ন সার্ভিসও তুলে ধরা হবে। ২৯তম এই আসরটি চলবে মে ০৯,১০,১১, ২০২৪ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনটির টিকিট প্রদর্শনীর গেটে পাওয়া যাবে। পরিচয়পত্র দেখানোর মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন।
উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি, সাবিলা নূর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
এমআই