নিজস্ব প্রতিবেদক:
‘ক্লিন মানেই টাইলক্স’ এই স্লোগানকে সামনে রেখে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এর যৌথ আয়োজনে ২৯তম ইউ এস ট্রেড শো-এ অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র বিশ্বখ্যাত সারফেস ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হতে যাওয়া ইউএস ট্রেড শো চলবে ৯মে থেকে ১১মে পর্যন্ত।
ফ্লোর, গ্লাস ও টয়লেট ক্লিনিং সলিউশন নিয়ে টাইলক্স আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে। রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি টাইলক্সের বিভিন্ন পণ্য দেখতে ভিড় করছেন ক্রেতা ও দর্শকরা।
সর্বাধুনিক গবেষণা ও পরিশ্রমের ফসল টাইলক্স হাউজহোল্ড সারফেস ক্লিনিং এর জন্য এমন একটি সল্যুশন যা শুধু পরিষ্কার করবে না, সাথে পরিবেশকেও রাখবে সুরভিত। সাধারণত ক্লিনিং প্রোডাক্ট কেমিক্যাল এর কড়া গন্ধযুক্ত হয়ে থাকে, ‘টাইলক্স’ এর কোন পণ্যে তা নেই। টাইলক্স লিকুইড টয়লেট ক্লিনার এর শক্তিশালী গাঢ় ফর্মুলেশন-এ আছে বায়োসাইড যা ৯৯% রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। শক্তিশালী সারফেকট্যান্ট জেল টয়লেট এর সবদিকে সমানভাবে ছড়িয়ে কঠিন দাগ দূর করে এবং দাগ ও জীবাণুর বিরুদ্ধে টয়লেট ক্লিনারের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে। টাইলক্স লিকুইড ফ্লোর ক্লিনার প্রতিদিন ব্যবহারে মেঝের কঠিন দাগ, ময়লা ও তেল চিটচিটে ভাব দূর করার পাশাপাশি এর কুইক-ড্রাই এজেন্ট মেঝেকে দ্রুত শুকাতে সাহায্য করে। টাইলক্স লিকুইড গ্লাস ক্লিনার বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যামোনিয়া ফ্রি এবং নন ট্র্যান্সফার পলিমার পিগমেন্ট গ্লাস ক্লিনার যা ৯৯% জীবাণুও ধ্বংস করে। ইউএস ট্রেড শো-তে টাইলক্সের সবগুলো পণ্য পাওয়া যাবে ১৫% ছাড়ে।
টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মেলার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে। দুই অলরাউন্ডারের এই জুটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
এমআই