মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাংকলরি রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়লে নৈশপ্রহরী আজহার আলীসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (১১ মে-২০২৪) সকাল আনুমানিক সাড়ে ৫টায় সদর উপজেলার কাউগাঁ মোড়ে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে। অন্যজন দোকানের ক্রেতা মোঃ রানা (২৫) সদর উপজেলার কাউগাঁ হাটখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ট্যাংকলরিসহ চালক ও হেলপারকে আটক করেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন জানান, জেলার ফুলবাড়ী উপজেলা হতে দিনাজপুর শহরে আসা একটি ট্যাংকলরি সদর উপজেলার কাউগাঁ মোড়ে পৌঁছলে সকাল আনুমানিক সাড়ে ৫টায় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকলরিটি রাস্তার পাশে আব্দুস সোবহানের চায়ের দোকানে ঢুকে পড়ে।
এতে চায়ের দোকানে অবস্থান করা নৈশপ্রহরী আজাহার আলী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা দোকানে চানখেতে আসা আহত মোঃ রানাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকলরির চালক কুষ্টিয়া জেলার রাহিনী বটতলা এলাকার বাসিন্দা মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে রাজু খন্দকার (২৯) এবং হেলপার একই জেলার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে সোহাগকে (১৯) লরিসহ আটক করে থানা হেফাজতে নিয়েছে।
সময় জার্নাল/এলআর