রাবি প্রতিনিধি :
মাদক সেবনকে কেন্দ্র করে রাবিতে দু পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেল পৌনে ৫ টার দিকে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩ শিক্ষার্থীকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়।
ভুক্তভোগীরা জানান, শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী চারুকলায় বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় চারুকলার কয়েকজন শিক্ষার্থী বাধা দিলে তাদের ওপর চড়াও হন তারা। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় চারুকলার এক দোকানে ছাত্রলীগের নেতাকর্মীরা লুটপাট করে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী দোকানী বলেন, পলক ও অপু আমার দোকানে বসে ছিলো। কিছুক্ষণ পর কয়েকটি ছেলে এসে তাদেরকে জিজ্ঞেস করলো, যে ভাই আপনারা কোন সেশন। অপু বললো আমি মাস্টার্সে আর পলক বললো আমি ১৭-১৮ সেশন। একথা বলা মাত্রই তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সেই সাথে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে তারা আমার দোকানের জিনিসপত্র ভাংচুর করে এবং ক্যাশ বাক্সে ছয় হাজার টাকার মতো ছিলো সেগুলো লুট করে নেয়।
এমআই