খালেদ হোসেন টাপু, রামু
রামুতে নানা আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। বুদ্ধ পূর্ণিমা পালন উপলক্ষে বিভিন্ন বিহার গুলো নানা সাজে সাজানো হয়েছে।
বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বুধবার রামু কেন্দ্রীয় সীমা মহা বিহার, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, রামু শ্রীকুল মৈত্রী বিহার, 'উসাইচেন বৌদ্ধ বিহারে' (বড় ক্যাং), উঃ মংরি বৌদ্ধ মন্দির (লাল চিং), শাসনধ্বজা মহাজ্যোতি পাল সীমা (সাদা চিং) বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপন করা হয়।
বৌদ্ধ ধর্ম মতে, গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত জন্ম,বোধিজ্ঞান বা সিদ্ধিলাভ,মহাপরিনির্বাণ লাভ এই দিনটিতে সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধ সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসাড়ম্বরে দিনটি পালন করে থাকেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, শান্তি শোভাযাত্রা, বুদ্ধপূজা, শীলগ্রহণ, মহাসংঘদান, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন ও দেশ ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা সহ নানামুখী আয়োজনে দিনটি পালন করছে বুদ্ধ ধর্মাবলম্বীরা।
এই দিনটিকে ঘিরে রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে মহাসাড়ম্বরে ৮৪ হাজার ধর্মস্কন্ধ বুদ্ধ পূজা আয়োজন করা হয় । দু'দিন ব্যাপী ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ৮৪ হাজার বুদ্ধপূজা, গণপ্রব্রজ্যা, ধর্মীয় নাটক, অষ্টপরিস্কারসহ সংঘদান, বুহ্যচক্র ও জীবনী ভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হয়।
আরইউ