এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিনিধি:
সুশাসন, জবাবদিহিতা, নাগরিক সেবার মানউন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরের ৫ কোটি ৫১ লাখ ৬ হাজার ৪০৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে ও ডরপ ইভলভ প্রকল্পের সহযোগীতায় ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট সভায় আলোচনা করেন ইউপি সচিব মো. সালাহ্উদ্দিন, ডরপ ইভলভ প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর চুমকী রায়।
অন্যান্যের মধ্যে ইউপি সদস্য যথাক্রমে মোস্তাফিজুর রহমান বাবুল, জাহিদুল ইসলাম খান, আব্দুর ছত্তার হাওলাদার, আব্দুর রহিম মৃধা, আবু তাহের মিনা, আবু বকর ফরাজী, খলিল জোমাদ্দারসহ স্থানীয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। গত ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ২ শ’ টাকা বাজেট ঘোষণা করা হয়।
সময় জার্নাল/এলআর