নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজ ‘ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-রাবিসাস’ হ্যাক হয়েছে। বর্তমানে পেজটি নিয়ন্ত্রণ সংগঠনের সদস্যদের কাছে নেই।
ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান বলেন, বুধবার সন্ধ্যায় আমরা লক্ষ্য করি, পেজে নানা রকম কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে। পরে সেগুলো ডিলেট করতে গিয়ে দেখতে পাই পেজটি আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা রাবিসাসের পেজটি পুনরুদ্ধারের চেষ্টা করছি। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশে ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন। রাবিসাসের ফেসবুক পেজে প্রায় ২৪ হাজার ফলোয়ার রয়েছে ।
সময় জার্নাল/এমআই