শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ফরিদপুরে জমে উঠেছে কোরবানি গরুর হাট

মঙ্গলবার, জুন ১১, ২০২৪
ফরিদপুরে জমে উঠেছে কোরবানি গরুর হাট

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জমে উঠেছে কোরবানির গরুর হাট । বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে ভিড় হাটে । ফরিদপুরের সব থেকে পুরাতন ও ঐতিহ্যবাহী হাট টেপাখোলা গরুর হাট । 

সরেজমিনে মঙ্গলবার ( ১১ ই জুন  )  বিকেলে গেলে  দেখা যায় , অসংখ্য  ট্রাক , নসিমন , হাটের পাশে রাস্তায় গরু নামাচ্ছে । সাথে রয়েছে গরুর মহাজনেরা ও হাট সংশ্লিষ্টরা  ।   হাটে  দেশী গরুর সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে  । কিছু কিছু ক্রেতারা তাদের বিক্রেতাদের সাথে দরকষাকষি করতে দেখা যায় ।

হাটের নিরাপত্তা ব্যবস্থায় সব সময় পুলিশ ও হাট সংশ্লিষ্টরা  নিয়োজিত রয়েছে। এছাড়া হাটে এসে যেন কেউ প্রতারিত না হয় সেজন্য একটু পর পর মাইকিং করা হচ্ছে । হাটে দেশী গরুর পাশাপাশি ক্রস , শংকর , শাহীয়াল গরু , ফ্রিজিয়ান গরু ও বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে এসেছে। 

হাটের কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান , গত বছরের চেয়ে এবার হাটে তুলনামূলক গরু বেশি উঠেছে  তবে বিক্রেতারা দামটা বাড়তি চাচ্ছে বলে তারা অভিযোগ জানান ।  

অপরদিকে গরুর বিক্রেতারা জানান , একটি গরু বিক্রির উপযোগী করে তুলতে তাদের গো খাদ্যের জন্য অনেক খরচ করতে হয়। খাদ্যের দাম বৃদ্ধির সাথে ব্যয় বেড়েছে তাদের , এজন্য ভাল গরুর তুলনামূলক দাম বেশি । বিক্রেতারা আরো জানান আশা করি ভাল মুল্য পেয়ে আমরা গরু বিক্রি করবো। তবে অনেকে বলছে রাতে গরু বেচাকেনা তুলনামূলক বেশি হয়।  

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল