আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের মুম্বাই শহরের একটি চার তলা ভবন ধসে আট শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার (৯ জুন) সারাদিনের তুমুল বৃষ্টিতে মুম্বাইয়ের মালাডে এলাকায় ভবনটি ধসে পড়ে। বেশিরভাগ বাসিন্দা ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। যার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরই ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ সময় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে যান। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
মুম্বাইয়ের বৃহন্নুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) থেকে জানানো হয়েছে, এই এলাকার এমন অনেক ভবনের অবস্থা ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল।
মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, ভারী বৃষ্টিপাতের ফলে ভবনটি ধসে পড়েছে। সারাদিনের মুম্বাইয়ের বহু স্থানে পানি জমে ছিল। ফলে রাস্তা ও রেললাইন ডুবে থাকায় সমস্যায় পড়েছেন মুম্বাইয়ের বাসিন্দারা।
ভারতের আবহাওয়া অফিস থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সময় জার্নাল/এসএ