অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন-২০২৪। এতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সামাদ স্কুল ক্যাম্পাস এলাকায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদ্যালয়টির স্মৃতিচারণে থিম সং পরিবেশনের পর উদ্বোধন করা হয় রিইউনিয়ন-২০২৪।
রিইউনিয়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন - প্রাক্তন শিক্ষার্থী ও দেশবরেণ্য প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন পেশার হেভিওয়েট ব্যক্তিরা। এসব মানুষকে এক মঞ্চে এর-আগে কখনও দেখা যায়নি। অবশ্য এ ব্যক্তিরা বিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের কৃতি সন্তান।
এছাড়াও যারা দীর্ঘ দিন চেষ্টা চালিয়ে আজকের এ রিইউনিয়ন সফল করছেন তারা হলেন - রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক টুটুল চক্রবর্তী, রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পদে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব কামরুল হাসান ও সদস্য সচিব পদে থাকা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
সময় জার্নাল/এলআর