এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে দুর্ণীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ। মঙ্গলবার বেলা ১২টার দিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার এ ঘোষণা দেন। নির্বাচনের পরে এদিন তারা প্রথম সভা করে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তরের এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তাকে সুলতান। উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু সভায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
উপজেলা সকল সরকারি দপ্তরের প্রধান, পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, হোলপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মৎম্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোরেলগঞ্জ উপজেলাকে মাদক ও দুর্ণীতিমূক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল সরকারি কর্মকর্তার সহযোগীতা কামনা করেন।
এমআই