রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

গবেষণা খাতে ৬৪ লাখ টাকা বরাদ্দ পেলেন চবির একই বিভাগের ৩ শিক্ষক

বুধবার, জুলাই ৩, ২০২৪
গবেষণা খাতে ৬৪ লাখ টাকা বরাদ্দ পেলেন চবির একই বিভাগের ৩ শিক্ষক

মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষককে তিনটি আলাদা গবেষণা প্রকল্প বাস্তবায়নে ৬৪ লাখ টাকা সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে এ বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় দাখিলকৃত গবেষণা প্রস্তাব ও আর্থিক বিভাজন শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির জাতীয় স্টিয়ারিং কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। 

এই তিন শিক্ষক হলেন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও সহযোগী অধ্যাপক ড. সুনন্দা বৈদ্য। প্রকল্প তিনটির গবেষণাকর্ম ২০২৬ সালের জুন মাসের মধ্যে সম্পাদনের সময়সীমা দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের নেতৃত্বে ‘Green synthesis of nanoparticles from plant products and nanoformulation of antidiabetic’ শিরোনামে প্রস্তাবিত প্রকল্পের জন্য তিনি বরাদ্দ পেয়েছেন ২৪ লাখ টাকা। 

প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের কাছে মর্যাদা ও সম্মানের বিষয়। কেননা এটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ গবেষণা। আমরা যদি সম্পূর্ণভাবে গবেষণাকে কাজে লাগাতে পারি তাহলে ডায়াবেটিস রোগীরা উপকৃত হবেন। একটি গবেষণার সবচেয়ে বড় সফলতা হলো সেটিকে প্রায়োগিক পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা যে বাজেট পেয়েছি সেটার টার্গেটও তাই। আমাদের চেষ্টা এবং আন্তরিকতায় আশা করছি কাজটি সম্পন্ন হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের গবেষণা প্রকল্পের শিরোনাম ‘Development of Biodegradable Bioplastics from Renewable Resources: Material characterization and performance Evaluation’। তিনি বরাদ্দ পেয়েছেন ১৮ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পটির বিষয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিকের দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। আর প্লাস্টিক দূষণের মূল কারণ হলো এটা বছরের পর বছর পরিবেশে রয়ে যায় কিন্তু ধ্বংস হয় না। পরিবেশ বিপর্যয় ডেকে আনে। এর ফলে মানুষ থেকে শুরু করে উদ্ভিদ, প্রাণী সবাই ক্ষতিগ্রস্ত হয়। আমার এই গবেষণা প্রকল্পের উদ্দেশ্য হলো, প্রাকৃতিক উৎস থেকে এমন প্লাস্টিক তৈরি করা যেটি পরিবেশ বিপর্যয়ের কারণ হবে না।

সহযোগী অধ্যাপক ড. সুনন্দা বৈদ্যর গবেষণা প্রকল্প ‘Deciphering the role of methyl transferase like 3 (Mettl3) in immunomodulation of triple negative breast cancer’। তিনি বরাদ্দ পেয়েছেন ২২ লাখ টাকা।

প্রকল্পটির বিষয়ে তিনি বলেন, এই গবেষণার উদ্দেশ্য ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার (TNBC) রোগীদের শরীরে মিথাইল টান্সফারেজের ইমুউনোমডুলেটরি ভূমিকা নির্ধারণ করা। গবেষণা সফল হলে মিথাইল টান্সফারেজকে TNBC patients-এর ক্ষেত্রে প্রগনোস্টিক বায়োমার্কার হিসেবে ব্যবহার করা যাবে যা ভবিষ্যতে আমাদের দেশে একটি নতুন থেরাপিউটিক অ্যাভিনিউ উন্মোচন করবে। এতে ব্রেস্ট ক্যান্সারের রোগীরা উপকৃত হবেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল